হোম > ছাপা সংস্করণ

কোরবানির টাকা দান করা যাবে কি

মুফতি খালিদ কাসেমি

কোরবানি ইসলামের অন্যতম মৌলিক নিদর্শন। মদিনায় হিজরতের পর নবী (সা.) একবারের জন্যও কোরবানি করা বাদ দেননি। যে ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব, তার জন্য কোরবানি না করে কোরবানির টাকা কোনো দরিদ্র ব্যক্তিকে দান করে দেওয়া ইসলামি শরিয়তে বৈধ নয়। এভাবে কোরবানি আদায় হবে না। যদিও সে সদকা করার সওয়াব পাবে, তবে কোরবানি ছেড়ে দেওয়ার কারণে গুনাহগার হবে।

কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত। আর গরিবদের সাহায্য করা আরেকটি ইবাদত। এক ইবাদত করতে গিয়ে অন্য ইবাদত ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। কোরবানির দিনগুলোতে সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি করা ওয়াজিব। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যার কাছে সাড়ে বায়ান্ন ভরি রুপা বা এর চেয়ে বেশি সমমূল্যের সম্পদ থাকে, সেই ব্যক্তি সামর্থ্যবান। তার ওপর কোরবানি করা ওয়াজিব। সদকা অন্য সময়েও করা যেতে পারে।

হাদিস শরিফে বর্ণিত হয়েছে, নবী (সা.) বলেন, ‘কোরবানির দিন আল্লাহর কাছে (কোরবানির পশুর) রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল নেই। কেয়ামতের দিন তা (জবাইকৃত পশু) শিং, পশম, ক্ষুরসহ আল্লাহর কাছে উপস্থিত হবে। কোরবানির (পশুর) রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব, তোমরা আনন্দিত মনে কোরবানি করো।’ (তিরমিজি)

অপর হাদিসে বর্ণিত আছে, নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারেকাছেও না আসে।’ (ইবনে মাজাহ) 
উভয় হাদিস থেকে কোরবানি করার গুরুত্ব স্পষ্টভাবে বোঝা যায়। কারও ওপর কোরবানি ওয়াজিব হলে কোরবানি করাই আবশ্যক। কোরবানি না করে টাকা দান করলে ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সে গুনাহগার হবে। 

লেখক: শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ