চুয়াডাঙ্গায় এক কেজি গাঁজাসহ জিরু খাতুন নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁকে আটক করেন।
জিরু খাতুন (৪৫) চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপীনাথপুর মসজিদ পাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহর নেতৃত্বে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদসহ অন্য পুলিশ সদস্যরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে জিরু খাতুনের স্বামীর বাড়িতে অভিযান চালান। এ সময় জিরু খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।