হোম > ছাপা সংস্করণ

লাভের আশা শেষ চালান নিয়ে দুশ্চিন্তা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

তিন দিনের টানা বৃষ্টিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাকসবজির জমিগুলো পানিতে তলিয়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই অঞ্চলের শীতকালীন সবজিচাষিরা।

গতকাল বুধবার সকালে সরেজমিন দেখা গেছে, কয়েক দিনের টানা বর্ষণে মিজমিজি পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, পাগলাবাড়ী, জালকুড়ি, ধনুহাজী রোড এলাকাসহ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় বেশির ভাগ সবজিখেত পানির নিচে তলিয়ে গেছে। এতে লালশাক, মুলাশাক, ডাঁটাশাক, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, কুমড়া, টমেটোসহ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির হার কমাতে কিছু জমিতে পাম্প দিয়ে পানি কমানোর চেষ্টা করা হচ্ছে। আবার অধিক ক্ষতির আশঙ্কায় কিছু কৃষক জমির ফসল তুলে নিচ্ছেন।

কথা হয় পশ্চিমপাড়া এলাকার কৃষক জয়নাল মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘এইবার আমার খেতের ডাঁটাশাকডি খুব ভালা জন্মাইছিল, তাড়াতাড়ি লম্বা হইয়া গেছিল। কিন্তু আচমকা এই বৃষ্টিতে আমার জমির শাকডি পানিতে তলাইয়া গেছে। এইবার খরচই তো উডাইতে পারতাম নাহ, লাভ করুম কেমনে।’

কৃষক গনি মিয়া অনেকটা কষ্টের সুরে জানান, ‘আমার জমি নিয়ে চিন্তায় আছি। প্রচুর বৃষ্টি হয়েছে। খালেও পানি বেড়ে গেছে। জমিগুলো পানিতে ভরে গেছে। এখন পর্যন্ত সূর্যের দেখা পাইতাছি না।’

সবুজ নামে আরেক কৃষক জানান, এবার সাড়ে ৫ শতাংশ জমিতে লালশাক চাষ করেছিলেন। ফলন বেশ ভালো হওয়ায় লাভের আশা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেতে পানি জমায় সব ফসল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তিনি। একজন শ্রমিক নিয়ে কিছু শাক কেটে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। আর বাকি ফসল পানিতে ডুবে আছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ