পপেল চন্দ্র সাহা
সহকারী অধ্যাপক
আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, নরসিংদী।
প্রথম পত্র
পঞ্চম অধ্যায়
যৌথমূলধনী ব্যবসায়
[গত সংখ্যার পর]
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
১। বিবরণপত্র কেন তৈরি করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: পাবলিক লিমিটেড কোম্পানির তার শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের নিমিত্তে জনগণ বরাবর আহ্বান জানিয়ে যে প্রচারপত্র বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাকে কোম্পানির বিবরণপত্র বলে।
বিবরণপত্র প্রচারের উদ্দেশ্য হলো জনগণকে কোম্পানিসংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে কোম্পানি সম্বন্ধে অবহিত করা এবং শেয়ার ও ঋণপত্র ক্রয়ে উদ্বুদ্ধ করা। এ জন্য বিবরণপত্রে কোনোরূপ মিথ্যা তথ্য প্রদান কোম্পানি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অর্থাৎ কোম্পানিসংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য তুলে ধরে শেয়ার ও ঋণপত্র ক্রয়ে জনগণকে উদ্বুদ্ধ করে মূলধন সংগ্রহের জন্য এরূপ পত্র তৈরি করা হয়।
২। কোম্পানি কখন বোনাস শেয়ার ইস্যু করে?
উত্তর: শেয়ারহোল্ডারদের মধ্যে নগদে লভ্যাংশ না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হলে ওই শেয়ারকে বোনাস শেয়ার বলে।
কোম্পানির অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বণ্টন না করে অংশবিশেষ এর সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। এরূপ তহবিলে সঞ্চিতির পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভার সিদ্ধান্তক্রমে ওই তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে বোনাস শেয়ার বণ্টন করা হয়ে থাকে।
৩। দেশে বিনিয়োগ বৃদ্ধিতে স্টক এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যে সুসংহত বাজারের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি কোম্পানির শেয়ার-সিকিউরিটিজ নিয়মিতভাবে ও নির্ধারিত বিধি অনুযায়ী ক্রয়-বিক্রয় করা হয়ে থাকে, তাকেই স্টক এক্সচেঞ্জ বলে।
পাবলিক লিমিটেড কোম্পানির উন্নয়নের সঙ্গে দেশের শেয়ারবাজার বা স্টক এক্সচেঞ্জ ওতপ্রোতভাবে জড়িত। কারণ এখানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার ও ঋণপত্র সহজে বিক্রয় হয়। দাম হ্রাস-বৃদ্ধির কারণেও লাভের সুযোগ থাকে। এ কারণেই সব ধরনের বিনিয়োগকারীরা পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ারে বিনিয়োগে অংশগ্রহণ করে। তাই দেশে বিনিয়োগ বৃদ্ধিতে স্টক এক্সচেঞ্জ গুরুত্বপূর্ণ।
৪। কোম্পানিকে আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আইন অনুযায়ী নিবন্ধন করে কোম্পানি গঠন করতে হয় বিধায় কোম্পানিকে আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলে।
দেশের প্রচলিত কোম্পানি আইনের আওতায় অথবা সরকারের বিশেষ অধ্যাদেশবলে কোম্পানি গঠিত হয়। যে কারণে কোম্পানির গঠনপদ্ধতি বেশ আনুষ্ঠানিকতাপূর্ণ এবং কোম্পানির আইনগত বিশেষ অস্তিত্ব রয়েছে। কোম্পানি আইনের বলে গঠিত হয় বলে এর পৃথক ও স্বাধীন সত্তা রয়েছে। যে আইনের অধীনে কোম্পানির সৃষ্টি হয়, সেই আইনের অধীনে কোম্পানি পরিচালিত হয় এবং আইনের অধীনেই এর বিলোপ সাধন করতে হয়। এ জন্য কোম্পানিকে আইনসৃষ্ট প্রতিষ্ঠান বলা হয়।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোন ব্যবসায় প্রতিষ্ঠানে অধিক দক্ষতা ও অভিজ্ঞতার সমাবেশ ঘটে?
(ক) একমালিকানা (খ) অংশীদারি (গ) যৌথমূলধনী কোম্পানি (ঘ) সমবায় সমিতি উত্তর: গ।
২। সীমিত দায় কোম্পানি কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫ উত্তর: ক।
৩। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?
(ক) ২ থেকে ১০ জন (খ) ২ থেকে ২০ জন (গ) ২ থেকে ৫০ জন (ঘ) ৭ থেকে ৫০ জন উত্তর: গ।
৪। যে ধরনের ব্যবসায় সংগঠনের পৃথক ও স্বাধীন সত্তা রয়েছে তা হলো–
i. অংশীদারি ব্যবসায়
ii. প্রাইভেট লিমিটেড কোম্পানি
iii. পাবলিক লিমিটেড কোম্পানি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উত্তর: গ।
৫। হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কতভাগ শেয়ারের মালিক থাকে?
(ক) ৪৯% (খ) ৫১% (গ) ৬০% (ঘ) ৬১% উত্তর: খ।
৬। কোম্পানি গঠনের কোন পর্যায়ে নামের ছাড়পত্র সংগ্রহ করতে হয়?
(ক) উদ্যোগ গ্রহণ পর্যায়ে (খ) দলিলপত্র প্রণয়ন পর্যায়ে (গ) নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়ে (ঘ) কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ পর্যায়ে উত্তর: ক।
৭। কোন কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পরই কাজ শুরু করতে পারে? (ক) হোল্ডিং (খ) পাবলিক (গ) নিবন্ধিত (ঘ) প্রাইভেট উত্তর: ঘ।
৮। পাবলিক লিমিটেড কোম্পানি অপেক্ষা প্রাইভেট লিমিটেড কোম্পানির সুবিধা হলো-
i. সহজ গঠন প্রণালি
ii. আইনের কড়াকড়ি কম
iii. অবাধে শেয়ার হস্তান্তর
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উত্তর: ক.
৯। কোম্পানি গঠনের উদ্যাগে গ্রহণকারীদের কী বলে?
(ক) শেয়ারহোল্ডার (খ) পরিচালক (গ) প্রবর্তক (ঘ) মালিক উত্তর: গ.
১০। মূলধন সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে বিশদ বর্ণনা থাকে কোথায়?
(ক) স্মারকলিপিতে (খ) পরিমেল নিয়মাবলিতে (গ) বিবরণপত্রে (ঘ) অনুমতিপত্রে উত্তর: খ.