হোম > ছাপা সংস্করণ

সুলভে ধান কাটবে ব্রির হারভেস্টর

গাজীপুর প্রতিনিধি

দেশের জমিতে ব্যবহারের সবচেয়ে উপযোগী ও সুলভ মূল্যের ধান কাটার যন্ত্র ‘কম্বাইন হারভেস্টর’ উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বিজ্ঞানীরা। এটির দাম বাজারের যেকোনো হারভেস্টরের অর্ধেক এবং অধিক কার্যকরী ও জ্বালানিসাশ্রয়ী।

হারভেস্টরটি উদ্ভাবক দলের প্রধান ড. এ কে এম সাইফুল ইসলাম জানান, তাঁদের উদ্ভাবিত ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টরের ইঞ্জিন বিদেশ থেকে আনা। অন্যান্য যন্ত্রপাতি স্থানীয়ভাবে তৈরি। এর ইঞ্জিনের ক্ষমতা ৮৭ হর্স পাওয়ার। হারভেস্টরের কাটিং ব্লেডের দৈর্ঘ্য ১ হাজার ৫০০ মিলিমিটার, ওজন ৩ টন, গ্রাউন্ড ক্লিয়ারেন্স ৩০০ মিলিমিটার।

সাইফুল ইসলাম বলেন, হারভেস্টরটি ঘণ্টায় ৩-৪ বিঘা জমির ধান কাটতে পারে। জ্বালানি খরচ হয় ঘণ্টায় সাড়ে ৩-৪ লিটার। হারভেস্টিং লস শতকরা এক ভাগের কম। আর দাম পড়বে মাত্র ১২-১৩ লাখ টাকা। এটি খণ্ড খণ্ড জমিতেও ব্যবহার উপযোগী।

গতকাল শুক্রবার সকালে গাজীপুরে ব্রি চত্বরে কম্বাইন হারভেস্টরটির কার্যক্রম পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, ব্রির বিজ্ঞানীরা নিজেরা গবেষণা করে ধান কাটার মেশিনটি উদ্ভাবন করেছেন। এটি একটি অসাধারণ সাফল্য। এটির ধান কাটার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, দেশের ছোট ছোট জমিতে ব্যবহারের উপযোগী।

কৃষিমন্ত্রী বলেন, ‘বিদেশের ইয়ানমারসহ বিভিন্ন কম্বাইন হারভেস্টরের দাম ২৫-৩০ লাখ টাকা, আর এটির দাম পড়বে ১২-১৩ লাখ টাকা। হার্ভেস্ট লসও কম। ব্রির উদ্ভাবিত যন্ত্রটি আমরা যদি স্থানীয়ভাবে তৈরি করে সারা দেশে ব্যবহার করতে পারি, তাহলে বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে বিপ্লব ঘটবে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে লাভজনক করতে অনন্য ভূমিকা রাখবে।’

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কৃষিশ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিজ্ঞানীদের মেধা ও মনন আর কৃষিশ্রমিকদের শ্রম ও ঘামে দেশে শতাধিক উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা দেশের খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

এ সময় কৃষি মন্ত্রণালয়ের বিদায়ী সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, সদ্য যোগদান করা সচিব মো. সায়েদুল ইসলাম, ব্রির মহাপরিচালক শাহজাহান কবীর, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী ব্রির চত্বরে ব্রির শ্রমিকদের জন্য নির্মিত পাঁচতলাবিশিষ্ট আবাসিক ভবন ‘ব্রি শ্রমিক কলোনি ভবন’ উদ্বোধন করেন। একই দিন দুপুরে মন্ত্রী ব্রির প্রাঙ্গণে কৃষি মন্ত্রণালয় আয়োজিত কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

পুনর্মিলনীতে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ, হাসানুজ্জামান কল্লোল, ওয়াহিদা আক্তার, বলাই কৃষ্ণ হাজরা, আব্দুল্লাহ সাজ্জাদ, মো. রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সময়ে মন্ত্রণালয়ে সদ্য যোগদানকারী সচিব সচিব মো. সায়েদুল ইসলামকে বরণ করে নেওয়া হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের ক্রেস্ট এবং উপহার দেওয়া হয়। এসব উপহার ও ক্রেস্ট তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ