হোম > ছাপা সংস্করণ

১১ বছর পর ফাঁসির আসামি গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

১১ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হলেন হত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন (৪২)। গত রোববার রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন। ২০১০ সাল থেকেই পলাতক ছিলেন আনোয়ার হোসেন।

বরিশাল নগরীতে ব্যবসায়ী সুলতান বাদশাকে (৫০) হত্যার পর কীর্তনখোলা নদীতে লাশ ভাসিয়ে দেওয়ার আলোচিত মামলায় আনোয়ার হোসেনসহ ৩ জনকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড প্রদান করেন বরিশালের আদালত।

২০১০ সালের ২ জুন সুলতান বাদশাকে নগরীর পোর্ট রোড থেকে অপহরণ করা হয়। ৩ দিন পর ৫ জুন ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দুরে চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলার নুতনচরে সুলতান বাদশার ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

কাউনিয়া থানার পরিদর্শক সগীর হোসেন জানান, সুলতান বাদশা হত্যা মামলায় ৬ আসামির মধ্যে আনোয়ার হোসেন, বশির ও ইউনুসকে মৃত্যুদণ্ড এবং অপর ৩ জনকে খালাস দিয়েছে আদালত। লাশ উদ্ধারের পরপরই গ্রেপ্তার হওয়া ইউনুস মৃত্যুদণ্ডের পরোয়ানা নিয়ে কনডেম সেলে রয়েছেন। বশির ও আনোয়ার পলাতক ছিলেন। আনোয়ার ছদ্মনামে চট্টগ্রাম ও রাঙামাটিসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। এক বছর আগে শরিফুল নাম ধারণ করে আশুলিয়া এলাকায় একটি ফার্নিচারের দোকানে বার্নিশ মিস্ত্রির কাজ করছিল। গোপন সূত্রে তার অবস্থানের খবর নিশ্চিত হয়ে গত রোববার রাতে তাকে আটক করা হয়।

পরিদর্শক সগীর জানান, আনোয়ার হোসেনকে গতকাল বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ার হোসেনের বাড়ি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ