রাউজানে পূজা দেওয়ার সময় মোমবাতির আগুনে হতদরিদ্র এক বিধবার ঘর পুড়ে গেছে। গত বুধবার রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গহিরা পূর্ব শীলবাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নারী ওই এলাকার মৃত মাংশু শীলের স্ত্রী কানন শীল। এ ঘটনায় ওই নারীর ৫ হাজার টাকা, কাপড়, থালাবাসন, চাল, আলমারিসহ পুড়ে যায়।
কানন শীল বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্টে সংসার চালাই। দুই মেয়েকে পড়াশোনা করিয়ে মানুষের সহযোগিতায় বিয়ে দিয়েছি। সম্বল বলতে টিন শেডের এই ঘরটাই ছিল। এখন সেটাও পুড়ে গেছে। এখন কোথায় যাব? কী করব?’
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজিং ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমরা ছুটে যাই। অনেকক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সম্ভব হয়।’