ঘরে ঘরে গ্যাসের দাবিতে ভোলায় মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। জেলা এসএসসি’৯৮ ও এইচএসসি ২০০০ ব্যাচ এই মানববন্ধনের আয়োজন করে।
এক ঘণ্টার মানববন্ধনে ভোলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে ভোলার গ্যাস ফিল্ড থেকে তোলা গ্যাস নতুন সংযোগের মাধ্যমে দেওয়া এবং আটকে থাকা গ্যাস সংযোগ পাইপ লাইনের কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিতাভ রাজন। বক্তব্য দেন নাগরিক কমিটির মো. বাহাউদ্দিন, ইমারত নির্মাণ শ্রমিক পরিষদের রবিউল আলম, মো. আক্তার হোসেন, মো. হোসেন, সাংবাদিক মেসবাহউদ্দিন শিপু, বেলাল হোসেন, কবি কামরুন্নেসা প্রমুখ।