শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা ৩০ মিনিটে শরীয়তপুর পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই প্যারেড হয়।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান পিপিএম। এ সময় পুলিশের শৃঙ্খলা, ড্রেস কোড মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহারসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার। মাস্টার প্যারেড পরিচালনা করেন শরীয়তপুর পুলিশ লাইনসের পুলিশ পরিদর্শক বখতিয়ার আলম।