চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনায় সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর। কোন প্রকার বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া হবে না। কেউ আচরণবিধি লঙ্ঘন করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অতীতে স্বচ্ছ নির্বাচন হয়েছে, এখনো হবে। নির্বাচন পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা থাকবে। ১০টি ইউপিতে ৪ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, এখানে নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত যা হয়েছে, তা মেনে চলার চেষ্টা করতে হবে। কেউ যদি না মানে, পুলিশের পক্ষ থেকে যা করার তা করা হবে। কেউ যদি আচরণ ব্যত্যয় ঘটানোর চেষ্টা করে, তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। এখানে টাকার শক্তি ও পেশি শক্তির প্রতি ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অন্নদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাছির উদ্দিন সরোয়ার, এনএসআই উপ-পরিচালক শাহ আরমান, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন, সদর উপজেলা প্রকৌশলী এএস এম রাশেদুর রহমান। আচরণ বিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ক ম্যাসেজ উপস্থাপন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান।