হোম > ছাপা সংস্করণ

চোলাই মদের কারখানা ধ্বংস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে একটি অবৈধ চোলাই মদের কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব-৭। অভিযানকালে কারখানাটি ধ্বংস করার পাশাপাশি তিন কোটি টাকার ১০ হাজার লিটার চোলাই মদ এবং ৪০ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বিদ্যুৎ খন্দকার (২৬)। তিনি সীতাকুণ্ডের পূর্ব হাসনাবাদ এলাকার বাসিন্দা।

গত শুক্রবার বিকেলে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের দুর্গম পাহাড়ের হুনাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, অভিযানকালে ভাটিয়ারী এলাকার কামাল (৫০) ও মামুন (৪০) নামের দুই মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

মো. নুরুল আবছার আরও বলেন, অভিযানকালে মাদক তৈরির কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তিন কোটি টাকা মূল্যের ১০ হাজার লিটার চোলাই মদ এবং ৪০ হাজার লিটার মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মামলা করে থানায় হস্তান্তর করেছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ