হোম > ছাপা সংস্করণ

চুরি বাড়ায় বাড়ছে উদ্বেগ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে গত কয়েক দিনে বেশ কয়েকটি চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে। গত শনিবার থেকে গত সোমবার পর্যন্ত ৫টি চুরির বিষয়ে থানায় অভিযোগ এসেছে। এর মধ্যে মসজিদের দানবাক্স ভেঙেও টাকা চুরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার শ্রীপুর বুড়া মসজিদের গ্রিল কেটে একটি দানবাক্স থেকে টাকা চুরি যায়। সিসিটিভি ক্যামেরায় এটি ধরা পড়ে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় মামলা করেছেন মসজিদের মোতোয়ালি নুরুন্নবী চৌধুরী।

এর পরদিন রোববার সন্ধ্যায় কানুনগোপাড়া পিওর ডেইরি ফার্মের গেট থেকে একটি মোটরসাইকেল নিয়ে চুরি যায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মো. শাহেদ। তিনি বলেন, ফার্মের গেট থেকে মোটরসাইকেল নিয়ে এক লোক কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যান। বিষয়টি ফার্মের সিসিটিভিতে ধরা পড়ে।

একই রাতে শাকপুরা ইউনিয়নের নিধু দের পৌর সদরের ভাড়া ঘরে হানা দিয়ে কাপড়-চোপড়সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরের দল।

ওই রাতেই পৌর এলাকার দরপপাড়া এলাকার বাসিন্দা মো. আলমগীর চৌধুরী রানার ঘরে হানা দেয় চোরেরা। পেছনের দরজা কেটে কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় তারা। পরদিন সোমবার সকালে তিনি ঘটনাটি জানতে পেরে থানায় অভিযোগ দেন।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে চুরি যায় পোপাদিয়ার বাসিন্দা বালা চৌকিদারের সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় দিশেহারা বালা চৌকিদার বলেন, অনেক কষ্ট করে গাড়িটি কিনেছিলেন। এর আয়েই সংসার চলে তাঁর।

এর ১৫ দিন আগে পৌর এলাকার দরপপাড়ার মাহবুব আলমের ভ্যান গাড়ি চুরি হয়।

দরপপাড়ার চায়ের দোকানদার বেলাল সওদাগর জানান, ঘর থেকে ছাগল চুরি গেছে। দোকানেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। একই এলাকার করিমের ঘর থেকেও ছাগল এবং ছাগলের ছানা চুরি যায়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, চুরির ঘটনা রোধে পুলিশ কাজ করছে। গত সোমবার রাতে চুরিতে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ