বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনের দিন গত শুক্রবার এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। বিষয়টি অপমানজনক দাবি করে বিএফডিসির এমডি নুজহাত ইয়াসমিনের পদত্যাগ দাবি ও নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনগুলোর নেতারা। গতকাল সংগঠনগুলোর পক্ষে এ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। এ সময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আজ থেকে মানববন্ধন চলবে বলেও জানান।
সোহানুর রহমান সোহান বলেন, ‘আমরা আর কখনোই শিল্পী সমিতির নির্বাচন এফডিসির ভেতরে হতে দেব না।’