শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেতার পর বিয়ের পাত্রের মতো হলুদ-মেহেদি মাখিয়ে গোসল করানো হয়েছে চেয়ারম্যান আসাদুজ্জামানকে। তিনি উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে গত রোববার নালিতাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন আসাদুজ্জামান। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩ হাজার ৭৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (চশমা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।
নির্বাচনে বিজয়ের পর গতকাল সকালে ইউনিয়নের ছালুয়াতলা গ্রামে নিজ বাড়িতে গোসল করানো হয় চেয়ারম্যান আসাদুজ্জামানকে। বিয়ের পাত্রের মতো করে গায়ে হলুদ ও মেহেদি মাখিয়ে গোসল করানো হয় তাঁকে।
গোসল শেষ করে নতুন জামাইয়ের মতো টাকা দিয়ে বরণ করে নেওয়া হয় তাঁকে।
চেয়ারম্যান আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার আনন্দে এলাকার বোন ও নাতি-নাতনিরা মিলে গোসল করায় ও বরণ করে নেয়। অনিচ্ছা সত্ত্বেও তাদের পীড়াপীড়িতে গোসল করতে বাধ্য হয়েছি।’