মাইলেজ জটিলতা (মাইল হিসেবে শ্রমিকের মজুরি) নিরসনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে রেলওয়ে কর্মচারীরা। গত মঙ্গলবার সকালে খুলনা রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজনে ছিল রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ খুলনা শাখার সদস্য সচিব মো. ইলিয়াস কবির সেলিম। প্রধান বক্তা ছিলেন রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কে এম হামিদুল্লাহ, টিটিই আল মামুন রাজা প্রমুখ ।