হোম > ছাপা সংস্করণ

মান্দায় কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সবুজ হোসেন পলাতক রয়েছেন।

মৃত কিশোরী গৃহবধূর নাম আয়েশা আক্তার (১৮)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার দাসপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সবুজ হোসেনের সঙ্গে প্রায় এক বছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে আয়েশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকত। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতেন স্বামী সুবজ হোসেন।

মৃতের বাবা আশরাফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়ে আয়েশা আক্তারকে নির্যাতন করছিল জামাই সবুজ হোসেন। এসবের জের ধরেই মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় কিশোরী গৃহবধূ আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ