ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ও বেলপুকুর ইউপিতে ভোট হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ভোট। দুই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন ১৭ জন। আর স্বতন্ত্র প্রার্থী হতে চাচ্ছেন ১০ জন।
বেলপুকুর ইউনিয়ন পরিষদে যথাসময়ে নির্বাচন হলেও বানেশ্বর ইউনিয়ন পরিষদে আইনি জটিলতার কারণে প্রায় ২১ বছর ধরে ভোটগ্রহণ বন্ধ ছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন বলেন, গতকাল শনিবার পঞ্চম ধাপে পুঠিয়ার দুটি ইউনিয়নে ভোটগ্রহণে তফসিল ঘোষণা করা হয়।
বানেশ্বর বাজারের ব্যবসায়ী কাজেম আলী গতকাল বলেন, ‘দুপুরে তফসিল ঘোষণার খবর পুরো ইউনিয়ন পরিষদ এলাকায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা দলীয় মনোনয়ন নিতে হাইকমান্ডে যোগাযোগ শুরু করেছেন।’