হোম > ছাপা সংস্করণ

কমলগঞ্জে কৃষকেরা বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত

মৌলভীবাজারের কমলগঞ্জের কৃষকেরা এখন আমন ধান ঘরে তুলছেন। এর পাশাপাশি বোরোর বীজতলা তৈরিতেও তাঁরা ব্যস্ত সময় পার করছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় এ বছর ৪ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। চলতি মৌসুমে বোরো ধান চাষ করতে প্রায় ৩ হাজার কৃষককে সরকারিভাবে হাইব্রিড ধানের ২ কেজি বীজ ও প্রায় ৮০০ কৃষককে উফশি ধানের বীজ ও সার দেওয়া হয়েছে।

শুক্রবার সরেজমিনে উপজেলার শমশেরনগর, রহিমপুর, পতনঊষার, মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা দেখা যায়, আমন ধান ঘরে তুলছেন চাষিরা। অনেকে আবার বোরোধানের বীজতলার জন্য জমি তৈরি করছেন। কৃষকেরা বলছেন, আবহাওয়া ভালো থাকলে এক থেকে দেড় মাসের মধ্যে বোরো ধানের চারা রোপণ শেষ হবে।

উপজেলার পতনঊষার ইউনিয়নের কৃষক আব্দুর রহিম জানান, ১ একর জমিতে ইরি ও বোরোধান চাষ করার জন্য বীজতলা তৈরি করছেন। বীজতলা তৈরি হতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এই সময়ের মধ্যে বোরোধান চাষের জমি ও সেচের ব্যবস্থা করবেন।

শমশেরনগর ইউনিয়নের সজ্জাদ মিয়া বলেন, ‘আমি ২ একর জমিতে বোরোধান চাষ করার জন্য বীজতলা তৈরি করছি। আমন ধান ঘরে তোলা প্রায় শেষ। প্রতি বছর বোরো ধান চাষ করি আমি। গেল বছরও বোরো ফসল ভালো হয়েছিল।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বিশ্বজিৎ রায় বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে বলে আশা করছি। কৃষকদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ