হোম > ছাপা সংস্করণ

নারী ও কিশোরীদের সচেতনতামূলক বৈঠক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নারী ও কিশোরীদের অংশগ্রহণে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই বৈঠকের আয়োজন করে। গত বুধবার বিকেলে উপজেলার সুখিয়া ইউনিয়নের আহুতিয়া গ্রামের একটি বাড়ির উঠানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত।

বৈঠকে বাল্য বিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, কর্মস্থলে যৌন হয়রানি, মাদক, জরুরি সেবা ১০৯ ও জয় অ্যাপস সম্পর্কে আলোচনা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রান্তিক পর্যায়ের নারী ও শিশুদের বাল্য বিবাহ বন্ধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন সম্পর্কে সচেতন করার জন্যই এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। তা ছাড়া নারী ও কিশোরীদের জন্য জরুরি সেবা ১০৯ নম্বর ও জয় অ্যাপস সম্পর্কে ধারণা দেওয়া হয় বৈঠকে। ওই গ্রামের অর্ধশত নারী ও কিশোরী এ উঠান বৈঠক অংশ নেয়।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত বলেন, ‘প্রান্তিক পর্যায়ের নারী ও কিশোরীদের বাল্য বিবাহ, পারিবারিক সহিংসতা, যৌতুকসহ বিভিন্ন বিষয়ে সচেতন করার লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে গ্রামীণ নারী ও কিশোরীরা আরও সচেতন হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ