হোম > ছাপা সংস্করণ

সন্তান যেখানেই থাকুক পিতার দায়িত্ব একই

প্রশ্ন: আমি একজন অবিবাহিত নারী। কয়েক মাস আগে আমার বাবা হঠাৎ স্ট্রোকে মারা যান। আমার বাবা মোটামুটি সম্পত্তি রেখে গেছেন। আমরা দুই ভাই এক বোন। আমি অনার্সে পড়ি। ভাইয়েরা আমার ভরণপোষণের ‍দায়িত্ব নিতে চায় না। পড়ালেখা বন্ধ করে বাসার কাজ করতে বলে। এ ক্ষেত্রে আমি কি আমার পিতার সম্পত্তির কোনো অংশ পাব?

-নাম প্রকাশে অনিচ্ছুক, রায়পুর 

উত্তর: মুসলিম আইন অনুযায়ী ছেলেরা মেয়ের দ্বিগুণ পাবে। আপনাদের সম্পত্তি ভাগ হবে এভাবে—পাঁচ ভাগের এক ভাগ আপনি, পাঁচ ভাগের চার ভাগ দুই ভাই। এটা কিন্তু হবে আপনার বাবার সব সম্পত্তির ওপর। ভিটেবাড়িও এই অনুপাতে ভাগ হবে। মেয়েরা ভিটার অংশ পাবে না, কথাটা ঠিক নয়। আপনার মা আছেন কি না, বলেননি। মা থাকলে মা পাবেন চার আনা। মায়ের অংশ দেওয়ার পর আপনাদের ভাইবোনের অংশ ভাগ হবে।

প্রশ্ন: আমি এক কন্যাসন্তানের জননী। দীর্ঘদিন আমার স্বামীর সঙ্গে বোঝাপড়া ঠিকঠাক না হওয়ায় আলাদা আছি। তিনি আরেকজনকে বিয়ে করেছেন। আমি কোনো চাকরি করি না; অর্থাৎ আমি উপার্জনহীন। আমার একটি জিজ্ঞাসা। সেটা হলো, আমাদের দেশে চাইল্ড সাপোর্ট নির্ধারণ হয় কিসের ভিত্তিতে? পিতার উপার্জন, নাকি সন্তানের খাওয়াপরায় কত খরচ হয় তার ভিত্তিতে? যদি পিতার উপার্জন দুই লাখ টাকা হয়, সে ক্ষেত্রে একমাত্র কন্যাসন্তান মাসে কত খরচ পেতে পারে?

-নাম প্রকাশে অনিচ্ছুক, ফুলবাড়ী, দিনাজপুর

উত্তর: আমাদের দেশে সন্তানের ভরণপোষণ বিভিন্নভাবে নির্ধারণ করা হয়। শিশুর খরচের ওপর ভিত্তি করেও হয়। আবার বাবার রোজগারের ওপর নির্ভর করেও হয়। তবে বাবার রোজগারের ওপরই বেশি নির্ভর করে সন্তানের খরচ কত হবে। বাবার সঙ্গে থাকলে সন্তান যে পরিবেশ পেত, যে রকম স্কুলে পড়ার সুযোগ পেত, সেভাবেই হিসাব হবে আলাদা থাকলেও। কারণ সন্তানের অভিভাবক হচ্ছেন পিতা। সন্তান যেখানেই থাকুক পিতার দায়িত্ব একই থাকে। তাই সন্তানের খরচ নির্ধারণ হবে পিতার রোজগারের ওপর। মা রোজগার করেন কি করেন না, সেটা বিবেচ্য নয়।

পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা, আইনজীবী, সুপ্রিম কোর্ট

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ