হোম > ছাপা সংস্করণ

সংঘাতের হুঁশিয়ারি দিল রাশিয়া

রয়টার্স, মস্কো

ইউক্রেন ইস্যুতে কয়েক দিন ধরে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। এবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র ও মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো যদি নিরাপত্তার নিশ্চয়তা দিতে না পারে, তাহলে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে।

রুশ সংবাদ সংস্থা আরআইএর এক খবরে জানানো হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই রিয়াবকফ গতকাল সোমবার সতর্ক করে বলেছেন, ন্যাটো জোট যে পূর্বাঞ্চলে সম্প্রসারণ নীতি নিয়ে অগ্রসর হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো রাশিয়াকে নিরাপত্তার নিশ্চয়তা না দিলে সংঘর্ষ অনিবার্য হয়ে উঠবে।

রুশ উপমন্ত্রী মূলত ন্যাটোর সম্প্রসারণ বলতে ইউক্রেনের এই জোটভুক্ত হওয়ার প্রক্রিয়াকে ইঙ্গিত করেছেন। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সঙ্গে সীমান্তে রাশিয়ার সামরিক উপস্থিতি বৃদ্ধি উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম পাঠানোর খবরে উত্তেজনা আরও বেড়েছে। এর মধ্যেই বড় অর্থনীতির সাত দেশের জোট জি-৭ হুঁশিয়ারি দেয়। এর পরপরই গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে, তাহলে দেশটিকে চরম মূল্য দিতে হবে। এরপরই এল রাশিয়ার হুঁশিয়ারি।

আরআইএর খবরে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন আইনি পরিকাঠামোর মধ্যে নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন। তাঁর দাবি, ওই আইনি বাধ্যবাধকতা এমন হবে, যার কারণে ন্যাটো জোট পূর্ব দিকে (ইউক্রেনকে জোটবদ্ধ) সম্প্রসারণের পথে হাঁটবে না অথবা রাশিয়ার নিকটবর্তী কোথাও সমরাস্ত্র স্থাপন করবে না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ