ব্যালটে কেউ হাত দিলে কঠোর হস্তে দমন করা হবে বলে মন্তব্য করেছেন, জেলা প্রশাসক ইশরাত জাহান। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আচরণবিধি অবহিতকরণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান এ কথা বলেন।
ইশরাত জাহান আরও বলেন, ভোট হবে অবাধ সুষ্ঠু সুন্দর, নিরপেক্ষ ও উৎসবমুখর। সব প্রার্থী ও তাঁদের সমর্থকদের আচরণবিধি মানতে হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ধর্মঘর-চৌমুহনী ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুস ছাত্তার বেগ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রমুখ।