হোম > ছাপা সংস্করণ

দেনমোহর বিয়ের শর্ত, তালাকের নয়

প্রশ্ন: আমার বয়স ৩০ বছর এবং আমি একজন মুসলিম নারী। ছোটবেলা থেকে গায়ের রঙের জন্য মায়ের কাছে খুব অবহেলিত ছিলাম। আর বাবা ছোটবেলায় তো ঠিকমতো কোলেও নেননি।

আমরা তিন বোন। মেয়ে হওয়ার অপরাধে বাবা তাঁর সম্পত্তি থেকে আমাদের বাদ দেন। তাঁর ভাইয়ের পুত্রদের সব দিয়ে দেন। এখন আমরা বোনেরা সম্পত্তি ফিরে পাওয়ার জন্য কী করতে পারি। 
নাম প্রকাশে অনিচ্ছুক, দিনাজপুর

উওর: ছেলে না থাকলে মেয়েরা বাবার সম্পত্তির অর্ধেক অংশ পায়। বাকিটা তার বাবা, মা, ভাই-বোন পায়। তবে স্ত্রী পায় আট ভাগের এক অংশ। আপনার বাবা বেঁচে আছেন কি না, বলেননি।

জীবিত থাকাকালীন তাঁর সম্পত্তি তিনি যা ইচ্ছা করতে পারেন। তবে আপনার মা যদি থাকেন, তাঁর অংশও দিতে হবে। আপনার বাবা যদি জীবিত না থাকেন, তবে আপনার চাচাতো ভাইদের বিরুদ্ধে মামলা করতে পারেন যে তাঁরা আপনার বাবাকে প্রতারিত করে সম্পত্তি লিখিয়ে নিয়েছেন।

প্রশ্ন: আমরা দুই বোন। আমার বড় বোনের বিয়ে হয়েছে ১৮ মাস হলো। বিয়ের পর তাঁরা এক বছর ভালোই ছিলেন। ছয় মাস আগে বোনজামাই বোনকে বাড়িতে এনে রাখেন। এই ছয় মাস তিনি কোনো ভরণপোষণ দেননি। এমনকি খবরও নেননি। ফোন করলে ফোনও ধরেন না। বেশি ফোন করলে বলেন, আমার বোনকে ছেড়ে দেবেন। এখন কি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে?

নাম প্রকাশের অনিচ্ছুক, ভোলা 

উওর: আপনার বোনের দেনমোহর কি শোধ করেছে? মনে রাখবেন, দেনমোহর বিয়ের শর্ত, তালাকের নয়। দেনমোহর অবশ্যই শোধ করতে হবে।

দেনমোহর ও ভরণপোষণের জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারেন। যেদিন থেকে ভরণপোষণ দেয় না, সেদিন থেকে হিসাব হবে। ছেড়ে দিলেও বকেয়া ভরণপোষণ ও ইদ্দতকালীন ভরণপোষণ আপনার বোন পাবেন। আপনার বোনের স্বামী এটা দিতে বাধ্য।

পরামর্শ দিয়েছেন: অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা, আইনজীবী, সুপ্রিম কোর্ট

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ