হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য। এর সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে পর্যটকেরা এখানে আসেন। বিশেষ করে এ মৌসুমে পর্যটকদের আনাগোনায় মুখর থাকে উপজেলা। পর্যটকদের পর্যবেক্ষণ করতে ২০১৫ সালে সাততলা একটি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করে বন বিভাগ। কিন্তু টাওয়ারটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফাটল দেখা দিয়েছে এটি।
সরেজমিনে দেখা গেছে, রেমা-কালেঙ্গা বনের ভেতর মেঘ ছুঁয়ে জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে সুউচ্চ একটি পর্যবেক্ষণ টাওয়ার। কিন্তু ফাটলের কারণে সেখানে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেন না পর্যটকেরা।
এ ব্যাপারে কালেঙ্গা বন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, বনের ভেতরের বন্যপ্রাণী অভয়ারণ্য এবং জীব ও উদ্ভিদবৈচিত্র্যের দূর-দূরান্তর দৃশ্যাবলি ওপর থেকে দেখার জন্য এই টাওয়ার। সেখানে সামান্য ফাটল দেখা দিয়েছে। তবে দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই। ইতিমধ্যে ইঞ্জিনিয়ার এনে পরীক্ষা করানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধান্ত ভৌমিক বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বন বিভাগের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে।