গাজীপুর সদর উপজেলায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাঘের বাজার এলাকার একটি পরিত্যক্ত পুকুরের পাড় থেকে জয়দেবপুর থানা-পুলিশ এ কঙ্কাল উদ্ধার করে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আহমেদ জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে স্থানীয় কয়েক যুবক খেলাধুলা করছিলেন। এ সময় স্থানীয় লিথী গার্মেন্টস-সংলগ্ন উত্তর পাশের পরিত্যক্ত একটি পুকুরের পাড়ে মানুষের মাথার খুলি ও হাড় দেখতে পান তাঁরা। পরে তাঁদের মধ্যে একজন ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।
এসআই বলেন, পরে ৯৯৯ থেকে বিষয়টি জয়দেবপুর থানার ডিউটি অফিসারকে জানালে ঘটনাস্থল থেকে মানুষের মাথার খুলি, পা-হাতের দুটি করে হাড়সহ কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটির কোনো পরিচয় পাওয়া যায়নি। কঙ্কালটির ডিএনএ টেস্টের জন্য ঢাকায় সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।