উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গুলশান সোসাইটির নির্বাচন। গত শনিবার সোসাইটির লেক পার্কে অনুষ্ঠিত এ নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের মধ্যে ১৮টিতেই জয়লাভ করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা ও ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লার নেতৃত্বে গঠিত ‘ভালোবাসার গুলশান’ প্যানেল।
বিজয়ীরা হলেন ড. এ টি এম শামসুল হুদা (সভাপতি), নিয়াজ রহিম (সহসভাপতি), ইভা রহমান (সহসভাপতি), সারওয়াত সিরাজ শুক্লা (মহাসচিব), এন কে এ মবিন এফসিএ (কোষাধ্যক্ষ), মাহফুজুল আজম রোমেল (যুগ্ম মহাসচিব), ইসরাত জাহান (যুগ্ম মহাসচিব) ও আমিরুল ইসলাম বাবু (সহকোষাধ্যক্ষ)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ক্যাপ্টেন আবদুল মাজেদ মিয়া, তৌহিদা ফারুকী, সৈয়দ এ হাবিব রানা, সুমালা সুবহাত চৌধুরী, মাসুদা খান লিনা, মঈনুল আহসান, মুহাম্মদ মহসিন, খন্দকার মোশতাক আহমেদ ও আরাফাত ইসলাম। ড. এ টি এম শামসুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে গুলশান এলাকাকে আরও সমৃদ্ধ করা যায়, তা নিয়ে কাজ করব।’