বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল, সান মাইক্রো সিস্টেমস, ইয়াহু, এইচপির সহপ্রতিষ্ঠাতারা এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটি নাইট-হেনেসি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাতটি বিশ্বস্তরের স্নাতক স্কুল রয়েছে, যা পরিষেবা, সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা জোরদার করে। নাইট-হেনেসি স্কলারস প্রোগ্রাম গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের একটি ব্যতিক্রমী দলকে বিশ্বব্যাপী বৃহৎ আকারের ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম করবে। এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীরা তাঁদের কর্মজীবনকে এগিয়ে নিতে সাহায্য করার জন্য প্রচুর প্রোগ্রাম এবং সংস্থান পাবেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে যান। তা ছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রাম বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে। ধর্ম, বর্ণ, জাতিনির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ থাকে এই প্রোগ্রামে অংশগ্রহণের। প্রতিবছর প্রায় এক শ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়।
- বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ উন্মুক্ত। এমনকি আবেদনকারীকে কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের অনুমোদনের প্রয়োজন হবে না।
- প্রথমত, নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রামে আবেদনের পাশাপাশি আপনাকে অবশ্যই স্ট্যানফোর্ডে ফুলটাইম মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। অবশ্যই প্রত্যেক নবাগত নাইট-হেনেসি স্কলারকে স্ট্যানফোর্ডের স্নাতক প্রোগ্রামে সদ্য তালিকাভুক্ত শিক্ষার্থী হতে হবে, তবে এটি ডিএমএ, জেডি, এমএ, এমবিএ, এমডি, এমএফএ, এমপিপি, এমএস বা পিএইচডি প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ নয়। বিষয়ভিত্তিক নির্দিষ্ট কোনো কোটা নেই। কমপক্ষে দুই বছর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবেন—এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- দ্বিতীয়ত, আপনাকে অবশ্যই জানুয়ারি ২০১৬ সাল বা তার পরে একটি ইউএস স্নাতক ডিগ্রি বা স্বীকৃত অবস্থানের একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে এর সমতুল্য ডিগ্রি অর্জন থাকতে হবে। আপনি যদি ২০২৩ সালে কোহর্টে যোগদানের জন্য আবেদন চান, তাহলে আপনাকে অবশ্যই জানুয়ারি ২০১৬ বা তার পরে একটি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে; আর ২০২৪ সালে কোহর্টে যোগদানের জন্য আবেদন করতে আপনাকে অবশ্যই জানুয়ারি ২০১৭ বা তার পরে একটি স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
আবেদনের প্রক্রিয়া
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২৩-এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। স্নাতকোত্তরের জন্য ক্লিক করুন https://www.stanford.edu/admission, আর পিএইচডির জন্য জানতে ক্লিক করুন https://knight-hennessy.stanford.edu/admission/planning-apply/dates-and-
deadlines।
আবেদনের শেষ সময়
১২ অক্টোবর, ২০২২