হোম > ছাপা সংস্করণ

গৃহকর্মীকে মারধর পুলিশ কর্মকর্তার স্ত্রীর

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের তালবাগ এলাকায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর হাতে স্বপ্না আক্তার নামে এক গৃহকর্মী (২৩) বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই গৃহকর্মী পালিয়ে স্থানীয় একটি গ্যারেজে অবস্থান নেন। গতকাল শুক্রবার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় সাভার থানায় ওই পুলিশের স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি।

স্বপ্না জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরবক্সুর গ্রামের বাসিন্দা। দেড় বছর আগে ওই বাসায় কাজ শুরু করেন তিনি।

স্বপ্না আক্তার বলেন, গত বৃহস্পতিবার সকালে ডিম ভুনা করতে দেরি হওয়ায় হাতে রুটি বানানোর কাঠের বেলনা দিয়ে আঘাত করেন সুইটি বেগম। এতে তাঁর হাত ভেঙে যায়। পরে তাঁকে কাপড় কাচতে বলা হয়। তবে ভাঙা হাত নিয়ে কাজ করতে পারবেন না বলে জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে আবারও কাঠের বেলনা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় তাঁকে। মারধরের একপর্যায়ে চোখের ওপরে ও মাথা ফেটে যায়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম বলেন, স্বপ্না নামের একজন লিখিত অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ