হোম > ছাপা সংস্করণ

সাদা কাগজে সই ও বিদ্যুৎ বিচ্ছিন্নের হুমকি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) স্থানীয়ভাবে পরিচিত দুই টেকনিশিয়ানের বিরুদ্ধে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় এবং সাদা কাগজে সই গ্রহণের অভিযোগ উঠেছে। সই না দিলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় গত বুধবার রাতে শেরপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত মো. সুজাব আলী (৩৫) ও মো. আলমগীর হোসেন (৩৬) শাহবন্দেগী ইউনিয়নের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি নেসকোর বৈদ্যুতিক খুঁটি স্থাপনের জন্য ঠিকাদারের প্রকৌশলী মামুনুর রসিদ মামুন, উচরং গ্রামের সুজাব আলী ও আলমগীর রহমান গ্রাহকদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা উত্তোলন করেছেন। এই বিষয়ে জানতে নেসকোর শেরপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল জলিলের সঙ্গে কথা বললে তিনি আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। সুজাব ও আলমগীরের সঙ্গে নেসকোর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি। গত সোমবার শেরপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালন ও গণস্বাক্ষরসহ ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এতে সুজাব আলী ও আলমগীর রহমান আরও বেপরোয়া হয়ে ওঠেন। তাঁরা গ্রামের কয়েকজনের কাছ থেকে জোর করে সাদা কাগজে সই নেন। সই দিতে না চাইলে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেন।

সাদা কাগজে সই নেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত মো. সুজাব আলী বলেন, ‘আমরা কাউকে হুমকি দিই নাই। আর এই সই দিয়ে আমরা কী করব, সেটা আপনার জানার দরকার নাই।’
এই বিষয়ে শেরপুর থানার দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরে মওলা বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকাজ শুরু করা হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ