খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহর থেকে গ্রামের দিকে বেশি নজর দিচ্ছেন। গ্রামে শহরের সুবিধা বৃদ্ধির জন্য নানা ধরনের অবকাঠামো নির্মাণ করছেন। আমার বিশ্বাস এক সময় মানুষ আর শহরমুখী হবে না। গ্রামে শহরের সব সুবিধা তৈরি হবে। সরকার গ্রামকে শহরে রূপ দিতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ জুবায়ের, ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান।