গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী নিহত হয়েছেন। নিহত নারী টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শামীম মিয়ার স্ত্রী আন্না আক্তার। তাঁর বয়স ৩৮ বছর।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় গত বুধবার রাতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। কোন গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা চিহ্নিত করা যায়নি। দুর্ঘটনার পর এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে অজ্ঞাত আসামি দিয়ে একটি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।