হোম > ছাপা সংস্করণ

ইউরোপীয় দলবদলে তারুণ্যের চমক

উত্তেজনা জমিয়ে শেষ হয়েছে জানুয়ারির দলবদল। শুরুতে দলবদলের বাজারে খুব একটা উত্তাপ দেখা না গেলেও শেষ মুহূর্তে এসে জমে ওঠে দলবদলের নাটকীয়তা। শেষ দিনে ফ্রি ট্রান্সফার হিসেবে আর্সেনাল থেকে বার্সেলোনায় এসে চমক দেখিয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। এর আগে ধারে অ্যাডাম ট্রাওরেকেও নিয়ে আসে কাতালান ক্লাবটি। একেবারে শেষ মুহূর্তে টটেনহাম ছেড়ে এভারটনে যোগ দিয়েছেন ইংলিশ স্ট্রাইকার দেলে আলী। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তারা নিয়ে এসেছে ফন ডি বেককে।

তবে পুরো দলবদলে চমক দেখিয়েছেন ফিওরেন্তিনার সার্বিয়ান তারকা দুসান ভ্লাহোভিক। আছেন ফেরান তোরেস ও লুইস দিয়াজের মতো তারকারাও। জানুয়ারির চার আলোচিত দলবদল থাকল এখানে।

দুসান ভ্লাহোভিক

(৬৩ মিলিয়ন পাউন্ড)

ফিওরেন্তিনা থেকে জুভেন্টাস

ইউরোপের শীর্ষ দলগুলো লম্বা সময় নজরে রেখেছিল ফিওরেন্তিনার স্ট্রাইকার দুসান ভ্লাহোভিকের ওপর। কিন্তু সবাইকে ফাঁকি দিয়ে জানুয়ারির দলবদলে সার্বিয়ার এই তারকা ফুটবলারকে দলে টেনে নিয়েছে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাস। ভ্লাহোভিকের পেছনে তারা খরচ করেছে ৬৩ মিলিয়ন পাউন্ড। দুই মৌসুম ধরে বেশ সংগ্রাম করতে হচ্ছে ‘তুরিনের বুড়ি’দের। এবার ভাগ্য ফেরাতে তারা বেশ বড় অঙ্ক খরচ করেই আনছে ভ্লাহোভিককে। চলতি মৌসুমে সিরি ‘আ’তে যৌথভাবে সর্বোচ্চ ১৭ গোল করেছেন ভ্লাহোভিক।

ফেরান তোরেস (৪৬ মিলিয়ন পাউন্ড)

ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনা

বর্তমান সময়ের পারফরম্যান্স বিবেচনা করলে বার্সেলোনার চেয়ে ম্যানচেস্টার সিটিকে বেশি প্রাধান্য দেওয়ার কথা। কিন্তু দুঃসময়ে পছন্দের ক্লাব বার্সেলোনাকে ফিরিয়ে দিতে পারেননি ফেরান তোরেস। ভ্যালেন্সিয়ার যুবদলে বেড়ে ওঠা তোরেস ৪৬ মিলিয়ন পাউন্ডে যোগ দিয়েছেন কাতালান ক্লাবে। সামনের দিনগুলোয় বিপর্যয় কাটাতে জাভি হার্নান্দেজের তুরুপের তাস হবেন ২১ বছর বয়সী এই তারকা।

লুইস দিয়াজ

(৩৩ মিলিয়ন পাউন্ড)

পোর্তো থেকে লিভারপুল

গত মৌসুমে খেলোয়াড় না কেনায় রীতিমতো ট্রলের বিষয়ে পরিণত হয়েছিল ইংলিশ পরাশক্তি লিভারপুল। দক্ষ বিকল্পের অভাবে সাম্প্রতিক সময়ে বেশ ভুগতে দেখা গেছে ‘অল রেড’দের। তবে জানুয়ারির দলবদলে পোর্তো থেকে কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াজকে নিয়ে এসেছে তারা। ২৫ বছর বয়সী দিয়াজ সাম্প্রতিক সময়ে সম্ভাবনাময় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ব্রুনো গুইমারেস

(৩৩ মিলিয়ন পাউন্ড)

লিওঁ থেকে নিউক্যাসল

মালিকানা বদলে অর্থের ভাণ্ডার নিয়ে এসেও ভাগ্য বদলাতে পারছে না নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের পর ম্যাচ হেরে এখন রেলিগেশনে অবস্থান করছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। ভাগ্য বদলাতে জানুয়ারির দলবদলে বেশ অর্থও ঢেলেছে তারা। সেটির ধারাবাহিকতায় লিঁও থেকে ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা গুইমারেসকে ৩৩ মিলিয়ন পাউন্ডে নিয়ে এসেছে তারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ