উৎসব ছাড়াই এবার বছরের প্রথম দিন যশোরে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। চাহিদা অনুযায়ী সম্পূর্ণ সরবরাহ না করায় সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি। ফলে বছরের প্রথম দিন সব বই পায়নি শিক্ষার্থীরা। একই
জানা যায়, জেলায় প্রাথমিকের ১৪ লাখ ২৪ হাজার টি চাহিদার বিপরীতে ১৩ লাখ ৪ হাজার টি বই সরবরাহ করা হয়েছে। মাধ্যমিকে চাহিদার ২৮ লাখ ৪৫৬ হাজার ৫৫৭ টি বইয়ের বিপরীতে ৮ লাখ ৯৬ হাজার ৫৮৫ টি বই। ফলে প্রত্যেক শিক্ষার্থীকে সম্পূর্ণ সেট নতুন বই দেওয়া সম্ভব হয়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, এবার বই উৎসবের আনুষ্ঠানিকতা নেই। স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। আমি নিজে সদর উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছি।