চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা মো. আল-মাহমুদ। গত মঙ্গলবার বিদ্যালয়ের এক সভায় কমিটির নির্বাচিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আল-মাহমুদকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত হোসেন প্রধান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চন্দ্র শীল।