হোম > ছাপা সংস্করণ

পাঁচ দিনে ২২৬ কিমি পথ পাড়ি বাবা-ছেলের

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

গাইবান্ধা থেকে ২২৬ কিলোমিটার পথ হেঁটে বাংলাবান্ধায় পৌঁছালেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সাদেক আলী ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমান। গত ৭ মার্চ হাঁটা শুরু করে ১১ মার্চ বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধার জিরোপয়েন্টে পৌঁছান।

জানা গেছে, হাঁটার উপকারিতা ও এ বিষয়ে সচেতনতার সৃষ্টির লক্ষ্যে সাদেক আলী ছেলে মোস্তাফিজুরকে সঙ্গী করে দেশের বিভিন্ন স্থানে হেঁটে ভ্রমণ করছেন। এবার তাঁরা গাইবান্ধা থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত পাঁচ দিনে পাড়ি দিলেন ২২৬ কিলোমিটার পথ।

গত ৭ মার্চ বাংলাবান্ধার অভিমুখে যাত্রা করেন সাদেক আলী ও মোস্তাফিজুর। পাঁচ দিনপর তাঁরা এখানে পৌঁছান। এখন দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন বাবা-ছেলে।

সাদেক আলী বলেন, ‘আমি ও আমার ছেলে গত ১৪ ডিসেম্বর থেকে একটি বিশেষ উদ্যোগ সামনে রেখে মিশন শুরু করি। আমরা ৩৭ তম মিশনে পৌঁছাই। আর এই মিশনে আমরা ১ হাজার ১৩৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করি। ৭ মার্চ থেকে ৩৮ তম মিশন শুরু করে বাংলাবান্ধার জিরোপয়েন্টে পৌঁছাতে সক্ষম হই।’

এ বিষয়ে ছেলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি আর আমার বাবা মিলে একটি মহৎ উদ্দেশ্য শুরু করি। এর লক্ষ্যে আমরা এখন ছুটে চলেছি। এই লক্ষ্যে ছুটতে গিয়ে আমরা বর্তমান ৩৮ তম মিশনের ৫ম দিনে অবস্থান করছি বাংলাবান্ধায়। মূলত বাবার শরীর ঠিক রাখতে বাবার সঙ্গে এই পথ চলা শুরু করেছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ