একটু বৃষ্টিতেই পানি জমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুরপহেলার একমাত্র সড়কে। দিনের পর দিন জমে থাকে পানি।
ফলে ভোগান্তির শেষ থাকে না আশপাশে বসবাসকারী শতাধিক পরিবারের।
সরেজমিনে দেখা গেছে, মোগড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধাতুর পহেলার সড়কের ১০০ মিটার জুড়ে হাঁটুপানি জমে আছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে মানুষসহ মাটিবোঝাই গাড়ি, ইজিবাইক, মোটরসাইকেল চলাচল করে। জলাবদ্ধতার কারণে অনেক সময় গাড়ি উল্টে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গৃহবধূ বলেন, বর্তমান সময়ে এমন রাস্তা কোথাও আছে? বাসা থেকে বের হলেই এ রাস্তায় ভোগান্তি পোহাতে হয়। রিকশা চলছে কিন্তু চালকও জানেন না যে তাঁর রিকশা কোন দিকে নেবেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল আলী রাজ বলেন, ‘ভোগান্তি দেখে স্থানীয় যুবকদের নিয়ে গত কয়েক মাস আগে কিছু ইট ভাঙা দিয়ে ভোগান্তি কমাতে চেয়েছিলাম কিন্তু হয়নি। শুনেছি শিগগির সড়কের কাজ ধরবে।’
স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আলমগীর মিয়া বলেন, ভোগান্তির কথা শুনে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনসহ আরও অনেকেই পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ৩ নম্বর মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ‘ধাতুর পহেলার এ রাস্তা দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে। ইতিমধ্যে রাস্তার জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। এই মাসের মধ্যেই আশা রাখছি কাজ চালু হবে।’