একজন লেখকের জীবনের গল্প নিয়ে আলী জুলফিকার জাহেদী বানিয়েছেন ‘কাগজ’। গল্পে ফুটে উঠেছে লেখকের জীবনের চাওয়া, না পাওয়া আর মনোবাসনার কথা। আগামীকাল থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে সিনেমাটি।
রোমান্টিক-থ্রিলারধর্মী এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও আইরিন সুলতানা। লেখক চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন।
আরও আছেন মাইমুমা মম, শশী আফরোজা, মুন, আশরাফ কবির, ফারহান খান রিও, যুবরাজ প্রমুখ। সিনেমার গানগুলো গেয়েছেন বাংলাদেশের কর্নিয়া, মীর মাসুম, ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর এবং কলকাতার কণ্ঠশিল্পী সোমলতা আচার্য চৌধুরী।