ব্রাহ্মণবাড়িয়ায় তারিকুল ইসলাম নামে এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার রোগীর স্বজনরা হাসপাতাল কর্মীদের মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
রোগীর বড় ভাই রউফ খন্দকার অভিযোগ করে বলেন, ছোট ভাই এনামুল হক লিটনের সঙ্গে গত মঙ্গলবার রাতে কয়েকজন যুবকের ঝগড়া হয়। এ সময় তারা তার শরীরে সুচ ঢুকিয়ে দেয়। তাঁকে পেশেন্ট কেয়ার হাসপাতালে নিয়ে এক্স-রে করলে দেখা যায় বুকের ভেতরে একটি সুচ। সেখানে তারিকুল ইসলাম নামে এক চিকিৎসক জানান, তিনি অপারেশন করে সুচটি বের করতে পারবেন। ১০ হাজার টাকা চুক্তিতে সুচ বের করতে অপারেশন শুরু করেন তারিকুল। রাত ১১টার দিকে তিনি জানান, তাঁর পক্ষে সুচ বের করা সম্ভব না। বুকের কাটা জায়গায় কাপড় ঢুকিয়ে ব্যান্ডেজ করে ওই চিকিৎসক পালিয়ে যান। এ অবস্থায় লিটনকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা জানান, সুচটি বুকের আরও গভীরে চলে গেছে এবং তাঁরা ঢাকায় যাওয়ার পরামর্শ দেন।
পেশেন্ট কেয়ার শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ইয়াছিন চৌধুরী বলেন, ‘এই চিকিৎসক আমাদের হাসপাতালে বসেন না। বাইরে থেকে রোগী নিয়ে আসেন তিনি।’
ব্রাহ্মণবাড়িয়া ১ নম্বর শহর পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ূন কবির বলেন, ‘দুই পক্ষের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’