হোম > ছাপা সংস্করণ

সাড়ে ৩ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি

আবুল কাশেম, কুতুবদিয়া (কক্সবাজার)

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরি সাড়ে তিন বছর ধরে বন্ধ। জ্ঞানচর্চার প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছে উপজেলাবাসী।

জানা গেছে, ১৯৭৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত লাইব্রেরিটি জেলা পরিষদের অধীনে পরিচালিত হয়। কিন্তু লাইব্রেরি ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে লাইব্রেরিটি পরিত্যক্ত ঘোষণা করে কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা পরিষদ। পরে লাইব্রেরিটি খোলার আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ জানিয়েছে দ্বীপবাসী।

উপজেলাবাসী জানায়, এক সময় নিয়মিত কুতুবদিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সুধীজনেরা পাবলিক লাইব্রেরিতে বই পড়তে যেত। পাঠকেরা তাদের মনের খোরাক হিসেবে বেছে নিয়েছিল উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরিটি।

কুতুবদিয়া পাবলিক লাইব্রেরির নিয়মিত পাঠক মাস্টার ফখরুল হাসান ফরহান বলেন, ছাত্র জীবনে পাবলিক লাইব্রেরিতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করেছেন। পাবলিক লাইব্রেরি না থাকায় বর্তমান প্রজন্ম এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম বলেন, সৃজনশীল মেধা বিকাশে লাইব্রেরির বিকল্প নেই। যেখানে প্রতিটি ইউনিয়নে একটি করে লাইব্রেরি প্রয়োজন, সেখানে উপজেলার মূল লাইব্রেরিটিই নেই।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থী ও সব বয়সীদের জন্য পাবলিক লাইব্রেরি জ্ঞান আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই পাবলিক লাইব্রেরি চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ