বরিশাল নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনালে যানজট এখন নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। এ দুর্ভোগ থেকে রক্ষা পেতে ওই দুটি বাস টার্মিনালসহ নগরীর আরেকটি ব্যস্ততম এলাকা সিঅ্যান্ডবি রোড চৌমাথায় ফুটওভার সেতু নির্মাণের দাবিতে ‘লাভ ফর ফ্রেন্ডস’ নামের একটি সংগঠন গতকাল সিঅ্যান্ডবি রোড চৌমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক বরিশাল নগরীর গড়িয়ারপাড় থেকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত ১১ কিলোমিটার নগরীর ভেতর দিয়ে চলে গেছে। এ অংশের মধ্যে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিঅ্যান্ডবি রোড চৌমাথা এবং রূপাতলী বাস টার্মিনাল অবস্থিত। পায়রা সেতু উদ্বোধনের পর বরিশাল নগরীতে যানবাহনের চাপ বেড়েছে। ফলে উল্লেখিত ৩টি পয়েন্টে দিনভর থাকে যানজট। এসব পয়েন্টে বিভিন্ন সময়ে দুর্ঘটনার শিকার হন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকারিয়া হৃদয়, সাদাব সায়ীদ, মেহেদি হাসান প্রমুখ।