শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১৩টি মাধ্যমিক ও ৫টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হয় পাগলা হাইস্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী সায়মা ইসলাম শিপা।
গতকাল বুধবার শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডির সম্মেলন কক্ষে প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। অর্থায়ন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ ইউএনও মো. আনোয়ার উজ জামান।