হোম > ছাপা সংস্করণ

রুলের জবাব না পেয়ে হাইকোর্টের অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্যাসিনো-কাণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ সাতজনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় শুধু পুলিশের মহাপরিদর্শক প্রতিবেদন দিলেও বাকি ১৩ বিবাদী আট মাসেও প্রতিবেদন না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট।

গতকাল বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবর রহমানের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে উদ্দেশ করে বলেন, ‘কেন আদালতের আদেশ প্রতিপালন করা হয়নি? শুধুমাত্র পুলিশ আদেশ প্রতিপালন করেছে, বাকিরা কোথায়? এ নিয়ে বলার ভাষা খুঁজে পাচ্ছি না।’

আদালত বলেন, ‘এটা সাধারণ মামলার মতো না, সংবেদনশীল বিষয়। দেশের অনেক টাকা পাচার করেছে। আমরা দেখতে চাই, তাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নিয়েছে। তাদের (বিবাদী) দায়িত্ব তা জানানো যে কারা সেই ব্যক্তি, কোন সে প্রতিষ্ঠান। পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে কাদের নামে এসেছে অন্তত সেটা আমাদের জানতে হবে।’

রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম খান জানান, পানামা পেপারস ও প্যারাডাইস পেপারসে ভারতের যাদের নাম এসেছে তাদের সম্পর্কে অনুসন্ধান চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ সময় আদালত বলেন, ‘আমরা রুল শুনানির জন্য তারিখ নির্ধারণ করব। শুনানি করতেও অন্তত এক মাস সময় লাগবে। এগুলো খুব জটিল বিষয়।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‘আমরা যোগাযোগ করছি। করোনা পরিস্থিতির কারণে সবকিছু বন্ধ ছিল। ওনাদের (বিবাদী) কাজ করতে অসুবিধা হয়েছে। আমরা যোগাযোগ করে প্রতিবেদন দেব।’ এরপর প্রতিবেদন জমা দিতে এক মাসের সময় চাওয়া হলে আদালত আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেন।

গত ১৭ অক্টোবর যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভুঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে সিআইডি। ওই প্রতিবেদনের ওপর গতকাল রোববার শুনানি হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ