বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরি মিসের মহড়া দিয়েছেন ব্যাটাররা। শতক হাতছাড়া করেছেন বিসিবি উত্তরাঞ্চলের মহিদুল ইসলাম অঙ্কন, ওয়ালটন মধ্যাঞ্চলের তাবিউর রহমান ও জাকের আলি অনিক। তাঁদের হতাশার দিনে বল হাতে জাদু দেখালেন বিসিবি দক্ষিণাঞ্চলের স্পিনার নাসুম আহমেদ।
গতকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ উইকেট পেয়েছেন নাসুম। তাঁর দারুণ বোলিংয়ে ৩৮৫ রানে গুটিয়ে গেছে বিসিবি উত্তরাঞ্চল। প্রথম দিনের সেঞ্চুরিয়ান নাঈম ইসলাম নাসুমের শিকার, আউট হন ১৩৭ রানে। তাঁর সঙ্গী মহিদুল ইসলাম অঙ্কন শতকের আভাস দিয়ে ফেরেন ৭৬ রানে। এ ছাড়া মোহাম্মদ শরিফুল্লাহ ৫৬ এবং আরিফুল হক ৩১ রানে বিদায় নেন। জবাবে ২ উইকেটে ১১২ রান তুলে দিনের খেলা শেষ করেছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে এখনো ২৭৩ রান পিছিয়ে আছে তারা। এনামুল হক বিজয় ৩৫ রানে ফিরেছেন সাজঘরে। তবে টিকে থাকলেন অমিত হাসান (৩১) ও তৌহিদ হৃদয় (৩৯)।
মিরপুরে এই রাউন্ডের অন্য ম্যাচটা জমে উঠেছে। আগের দিন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ২৪৫ রানে অলআউট করার পূর্ণ ফায়দা নিতে পারেনি ওয়ালটন মধ্যাঞ্চল। গতকাল অলআউটের আশঙ্কা নিয়ে দিন শেষ করেছে তারা। ৯ উইকেটে ২২৩ রান করেছে মধ্যাঞ্চল। পূর্বাঞ্চলের চেয়ে ২২ রান পিছিয়ে আছে শুভাগতর দল।
মধ্যাঞ্চলের ইনিংসের শুরুটা ছিল হতাশার। ৩২ রানের মধ্যে হারাতে হয় ৫ উইকেট। এরপরই প্রতিরোধ তাবিউর রহমান ও জাকের আলি অনিকের। দেড় শ’ রানের জুটি গড়েন দুজন। কিন্তু দুজনই হতাশা নিয়ে ছেড়েছেন ২২ গজ। তাবিউর ৭৬ এবং অনিক ৯২ রানে ফেরেন।