ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে ভারতীয় প্রসাধন সামগ্রী ও চকলেটসহ আব্দুর রহমান (২১) নামে এক তরুণকে আটক করেছে র্যাব। গতকাল রোববার রাতে র্যাব ১৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক আব্দুর রহমান সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ডুপি গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা গত শনিবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবস্থান করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে বালু ভর্তি একটি ট্রাক আটকের পর তল্লাশি করা হয়। এ সময় বালুর ভেতর থেকে ২ হাজার ৬২৪টি ভারতীয় ইমামি তেল, ২ হাজার ৬২৮টি ব্যুরো প্লাস ক্রিম, ১ হাজার ২৯৬টি জনসন বডি লোশন, ৪ হাজার ২১৮টি জনসন ক্রিম, ১ হাজার ৪৪৯টি কিটকেট চকলেট, ২৩১টি ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, আব্দুর রহমান দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।