বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক আব্দুল শহিদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাপসী চক্রবর্তী লিপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।