হোম > ছাপা সংস্করণ

উত্ত্যক্তে সাবেক স্বামীকে পুলিশে দিলেন নারী

ঠাকুরগাঁও প্রতিনিধি

তালাক দেওয়ার পরেও উত্ত্যক্ত করায় সাবেক স্বামীকে পুলিশে দিয়েছেন রোজিনা বেগম নামের এক নারী। এতে তিনি বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও পৌরশহরের মন্দির পাড়ায়।

গত রোববার রাতে সাবেক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মানিক মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।

জানা গেছে, দুই বছর আগে মন্দিরপাড়া এলাকার মানিক মিয়ার সঙ্গে রোজিনার বিয়ে হয়। বিয়ের বছর খানেক পরেই বনিবনা না হওয়ায় কিছু অভিযোগ এনে স্বামীকে তালাক দেন রোজিনা। এরপরেও বারবার মানিক ওই নারীকে বিরক্ত করে আসছেন।

রোজিনা বলেন, ‘তাঁকে বিয়ে করা আমার সবচেয়ে বড় ভুল ছিল। ওই লোক (মানিক) আমার গয়না বিক্রি করে খাইছে, আমার কাছে থাকা সব টাকাও খাইয়া শেষ করছে। আমাকে মারধর করত। তাই তাঁকে তালাক দিয়ে দিছি। এখন আমাকে আবার সংসার করতে বলে। তা না হইলে আমার সঙ্গে তোলা গোপন ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।’

রোজিনা জানান, মানিকের কাছ থেকে তিনি রেহাই পেতে এর আগে দুইবার স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে সালিস করেছেন। তাতে কোনো লাভ হয়নি। পরে তিনি পুলিশে অভিযোগ দেন। তবুও মানিক বিরক্ত করতেই থাকেন। এরপর পুলিশে কল দিয়ে ঘটনাস্থল থেকে মানিককে তুলে দেন রোজিনা। তবে জেল থেকে বের হয়ে মানিক আবার কিছু করতে পারে। সেই ভয়ে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, রোজিনার অভিযোগের প্রেক্ষিতে মানিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে আদালতে তোলা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ