ভোলায় বাসার শৌচাগার থেকে সোনিয়া (১৪) নামের এক গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে ভোলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ার ঠিকাদার জামাল গোলদারের বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত সোনিয়া ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের আবুল কালামের মেয়ে।
সোমবার দুপুরের দিকে ঘরের টয়লেটের মধ্যে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি করেন বাড়ির মালিক জামাল গোলদার। তবে, টয়লেটের মধ্যে গলায় ফাঁস দেওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বাসার মালিক জানান, সোমবার দুপুরের দিকে টয়লেটে যাওয়ার কথা বলে বাসার দোতলা থেকে নিচতলায় নেমে আসে সোনিয়া। ফিরতে বিলম্ব হওয়ায় বাসার লোকজন নিচে গিয়ে দেখতে পান টয়লেটের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ ঝুলছে সোনিয়া। পরে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে ঘরে এনে রাখা হয়। তবে, গলায় ফাঁস দেওয়ার কোনো কারণ কেউ জানাতে পারেননি। ওসি এনায়েত হোসেন জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অপমৃত্যু মামলা হয়েছে।