ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বেতবাড়ি গ্রামে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের স্থান পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস। গতকাল শনিবার দুপুরে ভূমিহীনদের জন্য তৃতীয় ধাপের ঘর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে করেন তিনি।
এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ছিদ্দিক বলেন, ‘জায়গা দেখে স্যার পছন্দ করেছেন। তৃতীয় ধাপের ঘর নির্মানের বরাদ্দ পেলে কাজ শুরু করব।
এর আগে দুই ধাপে উপজেলায় ১২০টি ঘর নির্মাণ করা হয়।