বাগেরহাট থেকে ডাকাতি মামলায় পরোয়ানাভুক্ত আসামি হুমায়ুন পাইককে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার গভীর রাতে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হুমায়ুন বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা। খুলনা জেলার ফুলতলা থানায় ২০১৭ সালের ১৭ জুনের একটি ডাকাতি মামলায় হুমায়ুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই থেকে পলাতক ছিলেন হুমায়ুন কবির।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়। পরে বাগেরহাট মডেল থানায় তাকে সোপর্দ করা হয়েছে।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছেন।