অনেক দিন পর টিভিতে লাইভ গান শোনাতে আসছে ব্যান্ড আর্ক।
নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় এই ব্যান্ডটির নেতৃত্ব দিচ্ছেন ব্যান্ডের প্রধান ভোকাল হাসান।
এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫০ মিনিটে লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’-এ দলটি গেয়ে শোনাবে সুইটি, তাজমহল, এত কষ্ট কেন ভালোবাসায়সহ ব্যান্ডের জনপ্রিয় গানগুলো।
এটিএন বাংলার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। পরিচালনায় সেলিম দৌলা, সঞ্চালনায় মৌসুমী মৌ।